• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

সিরিজ বাঁচাতে সাকিবকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২৪

ক্রীড়া ডেস্ক: 

সিরিজের প্রথম টেস্টে হারলেও চট্টগ্রাম টেস্টে জিতে সিরিজে সমতা ফেরাতে চায় বাংলাদেশ। তাই, ড্র করলেও হবে না টাইগারদের। জিততেই হবে ম্যাচটি। শনিবার (৩০ মার্চ) এমন সমীকরণ সামনে রেখে  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ম্যাচটি মাঠে গড়াবে সকাল ১০টায়।

ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। টানা খেলার মধ্যে থাকায় পেসার শরিফুল ইসলামের বিশ্রাম পাওয়াটা অনুমিতই ছিল। তিনি সেটি পেয়েছেনও। পাশাপাশি একাদশে রাখা হয়নি সিলেটে অভিষিক্ত তরুণ গতিশীল পেসার নাহিদ রানাকেও। এই দুই পেসারের জায়গায় একাদশে সাকিবের পাশাপাশি অন্তর্ভূক্ত হয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। চট্টগ্রামে আজ টেস্ট অভিষেক হচ্ছে তার। সিলেটে তিন পেসার নিয়ে খেললেও চট্টগ্রামে স্বাগতিকরা নেমেছে দুই পেসার নিয়ে, নতুন কোনো পরিকল্পনা সাজিয়ে।

অন্যদিকে, বাধ্য হয়ে নিজেদের একাদশে একটি পরিবর্তন আনতে হয়েছে শ্রীলঙ্কাকে। ইনজুরির কারণে গত টেস্টে ৮ উইকেট নেয়া কাসুন রাজিথাকে পাচ্ছে না লঙ্কানরা। তার বদলে দলে সুযোগ পেয়েছেন আসিথা ফার্নান্দো। বাংলাদেশের বিপক্ষে বল হাতে দারুণ রেকর্ড রয়েছে এই পেসারের। ২০২২ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেট নেয়ার কীর্তি রয়েছে এই আসিথার। 

*বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

*শ্রীলঙ্কার একাদশ : দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads